লক্ষ্মীপুর: আইনশৃঙ্খলা রক্ষায় লক্ষ্মীপুর পৌর এলাকাকে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ ১৪টি স্থানে ২২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মোর্শেদুল ইসলাম, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে পুরো জেলা শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। অপরাধ করে কেউ পার পেতে পাবে না।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআই