লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে হুমায়ুন কবির (১৭) নামে এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ নির্দেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত হুমায়ুন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের রুহুল আমিনের ছেলে ও তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, হুমায়ুন একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। সকালে স্কুলে মেয়েটিকে ফের উত্ত্যক্ত করার সময় প্রধান শিক্ষক স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেন।
পরে দুপুরে হুমায়ুনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি