ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক শেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নারায়ণগঞ্জে সাত খুন মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক শেষ

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় যুক্ততর্কের চতুর্থ দিনে ৬ আসামির পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় যুক্ততর্কের চতুর্থ দিনে ৬ আসামির পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।  

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৩ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তারেক মোহাম্মদ সাঈদসহ ৬ জনের যুক্তিতর্ক সম্পন্ন হয়।

এ নিয়ে ৪ দিনে ২৮ জন আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে।
 
আদালত সূত্রে জানা গেছে, সোমবার তারেক মোহাম্মদ সাঈদের পক্ষে যুক্তিতর্কে পরিচালনা করেছেন অ্যাডভোকেট সুলতানুজ্জামান ও অ্যাডভোকেট সাহাব উদ্দীন।

এছাড়াও সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল সিহাবউদ্দীন, হাবিলদার এমদাদুল হক ও নাসিরউদ্দীনের পক্ষে যুক্তিতর্ক পরিচালনা করেছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। উপ পরিদর্শক (এসআই) পুর্নেন্দু বালার পক্ষে ছিলেন অ্যাডভোকেট হরেন্দ্র নাথ মন্ডল।
 
যুক্তিকর্তে আসামি পক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে বিভিন্ন যুক্তি দেখান। এছাড়াও সাত জনকে হত্যা অপহরণ গুমের ঘটনায় আসামিরা জড়িত নয় বলেও দাবি তুলেন।  

আর এ দাবির পরিপ্রেক্ষিতে আইনজীবীরা আসামিদের পক্ষে বিভিন্ন যুক্তি দেখান। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকনের সঙ্গে একাধিকবার আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে জড়ান।
 
নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, মঙ্গলবার যুক্তিতর্কের জন্য আবারও সময় ধার্য করেছেন আদালত।

জানা গেছে, সাত খুনের ঘটনায় দু’টি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

মামলায় অভিযুক্ত করা হয়েছে ৩৫ জনকে, যার মধ্যে ২৩ জন গ্রেফতার ও বাকি ১২জন পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।