বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে এ পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বিজিবির পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন। অপরদিকে পাঁচ সদস্যের বিএসএফের পক্ষে ছিলেন ২৩ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক কর্নেল রাকেশ রঞ্জন লাল।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অনুপ্রবেশ ও চোরাচালান কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সীমান্ত সংক্রান্ত সব সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজেডএইচ/পিসি