চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোং চিনিকলে ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বর্তমান সরকার চিনি শিল্পকে সম্পদে পরিণত করেছে, যা টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। এ জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করব।
কেরু চিনিকলের এমডি এ কে এম আরশাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মন্জু, সিডি আর (পরিচালক) হাবিবুর রহমান, কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি তৈয়ব আলি, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও আখচাষী আফজালুর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে মিলের ডোঙায় আখ ফেলার মধ্যে এ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় মিলের বিভাগীয় কর্মকর্তা কর্মচারী শ্রমিক ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।
মিল কতৃপক্ষ জানান, এ মৌসুমে ৯০ দিবসে ৭ শতাংশ রিকভারি ধরে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পিসি/