ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সাটু‌রিয়ায় সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় জেলা তথ্য অফিস আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় জেলা তথ্য অফিস আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপু‌রে সাটুরিয়া উপজেলা প‌রিষদ হলরুমে এ আ‌লোচনা সভার আয়োজন করা হয়।

আ‌লোচনা সভায় সাটু‌রিয়া উপজেলা কৃষি অফিসার এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

বিশেষ অতিথি ছিলেন- মা‌নিকগঞ্জ জেলা তথ্য অফিসার মুসা তালুকদার, সাটু‌রিয়া উপ‌জেলা ম‌হিলা ভা‌ইস চেয়ারম্যান বদরু‌নেচ্ছা ঝিনুক।

আ‌লোচনা সভায় বক্তব্য রাখেন- বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রুহুল আমিন, দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মাস্টার, ধান‌কোড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ।

এছাড়া ও উপজেলার প্রত্যেক বিভা‌গের প্রধানরা এ সরকারের সময়ে উপ‌জেলায় উন্নয়ন মূলক কা‌জের সাফল্য তুলে ধরেন। আ‌লোচনা সভায় স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।