সৈয়দপুর (নীলফামারী): ক্লিন এয়ার ও টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৭ জেলার ইটভাটা মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ক্লিন এয়ার ও টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এস এম মঞ্জুরুল হান্নান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রইছ উল আলম।
বিশেষ অতিথি ছিলেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মহসিন ও নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার শতাধিক ইটভাটার মালিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি/পিসি