ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কাপাসিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় বাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী হোসনে আরা আক্তার আহত হন।

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় বাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী হোসনে আরা আক্তার আহত হন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন কাপাসিয়ার বেলাসী এলাকার নূরুল ইসলাম নূরু মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে বেলাসী থেকে ইসমাইল হোসেন মোটরসাইকেল ভাড়ায় হোসনে আরা আক্তার নামে এক যাত্রী নিয়ে আমরাইদ বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় আমরাইদ বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যান এবং যাত্রী হোসনে আরা আক্তার আহত হন।

এলাকাবাসী হোসনে আরাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আহত হোসনে আরা আক্তার কাপাসিয়া হলি ক্রিসেন্ট হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বেলাসী এলাকায় বলেও জানান এসআই হেলাল।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।