ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কালার ম্যাক্স শ্রমিকদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আশুলিয়ায় কালার ম্যাক্স শ্রমিকদের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার আশুলিয়ায় বকেয়া বেতন, ক্ষতিপূরণ ও কাজের দাবিতে মানববন্ধন করেছেন পুড়ে যাওয়া গ্যাস লাইটার কারখানা কালার ম্যাক্স বিডির শ্রমিকরা।

আশুলিয়া (সাভার): সাভার আশুলিয়ায় বকেয়া বেতন, ক্ষতিপূরণ ও কাজের দাবিতে মানববন্ধন করেছেন পুড়ে যাওয়া গ্যাস লাইটার কারখানা কালার ম্যাক্স বিডির শ্রমিকরা।
 
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জিরাবো এলাকায় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের ব্যানারে এ মানববন্ধন হয়।

এতে ওই কারখানার অর্ধশত শ্রমিক।

শ্রমিকরা জানান, কারখানার ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ ১১৬ জন শ্রমিকের বকেয়া বেতন ও সুস্থদের কাজের নিশ্চয়তা প্রদানের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

এছাড়া ‍অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি শামিম হাসান ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসিব আলী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।