ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কুষ্টিয়ায় ইটভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশের মেসার্স গড়াই ব্রিকসে অভিযান চালিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেলা আক্তার এ জরিমানা করেন।

শাহেলা আক্তার বাংলানিউজকে জানান, অনুমোদনহীন ভাটায় ইট পোড়ানো ও কাঠ পোড়ানোর দায়ে মেসার্স গড়াই ব্রিকসের মালিক সোহাগ হোসেনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান, পরিদর্শক আব্দুল গফুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।