ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
মাগুরায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরায় ২৫ জন প্রশিক্ষিত দুস্থ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

মাগুরা: মাগুরায় ২৫ জন প্রশিক্ষিত দুস্থ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে সদরের ইটখোলা বাজারে রোভা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাগুরা সদরের বিভিন্ন গ্রামের ২৫ জন নারীকে স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এক মাস সেলাই প্রশিক্ষণ শেষে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এ সেলাই মেশিন ও টাকা বিতরণ করে।
 
মাগুরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিনগুলো বিতরণ করেন।

এ সময় রোভা ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা কাজী কামরুজ্জামান, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, শাখা ম্যানেজার  মাসুদুর রহমান, পিও টেকনিক্যাল পারভেজ মোল্লা, প্রশিক্ষণের ট্রেনার  রাশিদা আক্তার ও সুরাইয়া আক্তার সাবা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।