ফেনী: ফেনীতে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে ৫০ দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ফেনী জয়নাল হাজারী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।
কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ফেনীর সহকারী প্রোগ্রামার আসমা আক্তার, কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের ইনস্ট্রাক্টর ফাহিমা সুলতানা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্পের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কো-অর্ডিনেটর হোসাইন আল মামুন।
গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং ও ডিজিটাল মার্কেটিংয়ে তিনটি বিষয়ে ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রতিটি ব্যাচে ২৫ জন করে শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও চাকুরির নিশ্চয়তা দেওয়া হবে।
এছাড়া, তিন বিভাগ থেকে প্রশিক্ষণে ভাল ফলাফলকারী তিনজনকে একটি করে অত্যাধুনিক ল্যাপটপ কম্পিউটার পুরস্কার দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এনটি/আরএ