ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওমরপুর থেকে ৩ কেজি গাঁজাসহ রুবেল আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওমরপুর থেকে ৩ কেজি গাঁজাসহ রুবেল আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী রুবেল উপজেলার ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ৠাব জানায়, রুবেলের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রুবেলকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মো. নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তিনি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।