ফরিদপুর: ডাকাতির প্রস্তুতিকালে ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকা থেকে সাত ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ডিবি পুলিশ সাত ডাকাতকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে বোমাসদৃশ সাতটি বস্তু ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
আটক ডাকাতরা হলেন- মো. আলমগীর হোসেন (৩২), মতিউর রহমান (৩৮), দেলোয়ার খান (৩৫), কুদ্দুস খান (৩০), রিয়াজুল মোল্লা (৩৩), জাফর মল্লিক (৩০) এবং তবির খান (২৮)।
এদের মধ্যে তবির খানের বাড়ি শরিয়তপুরের চরপলের গ্রামে, অন্যদের বাড়ি ফরিদপুরে জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে আটক ও বোমাসদৃশ বস্তু এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকদের ডিবি কার্যালয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বিএস