ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম বাংলানিইজকে জানান, তার নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় এক হাজার ৫০টি রাইজার বিচ্ছিন্ন ও দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয় বলেও জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক সফিউদ্দিন আহম্মেদ, আরিফ মাহমুদ বাবু, সহকারী প্রকৌশলী বদরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।