ময়মনসিংহ: আগামী ৬ ডিসেম্বর ময়মনসিংহবাসীর সঙ্গে ময়মনসিংহ সার্কিট হাউজে মাঠে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বিষয় নিয়ে ভালুকাবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন আগামী ১৮ ডিসেম্বর।
জেলার এ দু’টি স্থানসহ ময়মনসিংহ বিভাগের মোট ৫টি স্থানে প্রধানমন্ত্রী ওইদিন ভিডিও কনফারেন্সের সঙ্গে যুক্ত হবেন। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স সফল করতে এক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলম রিপন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান জানান, এ জেলার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে মোট ১ হাজার ৫১০টি স্থানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি লাইভ দেখানো হবে। এবং ওই স্থানসমূহে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমএএএম/আরআই