ঢাকা: ময়মনসিংহের ভালুকার জাটিয়া গ্রামের গৃহবধূ রেহানা আক্তার বকুল হত্যার দায়ে স্বামী পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
হত্যাকাণ্ডের ১৯ বছর পর বুধবার (৩০ নভেম্বর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অভিযুক্ত রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর দণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় আসামি রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলা চলাকালীন আসামি হাবিব উদ্দিন মণ্ডল ও কদর জান মারা যাওয়ায় তাদের আগেই এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ১৯৯৭ সালের ৬ মে গৃহবধূ রেহানা আক্তার বকুলকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্বজন তফুরা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা করেন। রায় ঘোষণার আগে চার্জশিটের ৩০ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ নেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুঞা।
আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬ আপডেট: ১৬০৩ ঘণ্টা
এমআই/এমএ/