সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে মশা নিধন কার্যক্রম।
হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ।
এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের কোষাধক্ষ্য মো. আব্দুল হামিদ, সৈয়দ জাহাঙ্গীর আহমদ, মো. মুছাব্বির হোসেন, দেওয়ান জহির উদ্দিন চৌধুরী প্রমুখ।
পর্যায়ক্রমে ২৭টি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনইউ/জিপি/টিআই