ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইন্টেরিয়র সামগ্রী নিয়ে দু’দিনের ‘হোম ফেস্ট ঢাকা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ইন্টেরিয়র সামগ্রী নিয়ে দু’দিনের ‘হোম ফেস্ট ঢাকা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইন্টেরিয়র সামগ্রীর পরিচিত ব্র্যান্ডদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (আইসিসিবি) গুলনকশা হলে বসছে ‘হোম ফেস্ট ঢাকা ২০১৬’।

ঢাকা: ইন্টেরিয়র সামগ্রীর পরিচিত ব্র্যান্ডদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (আইসিসিবি) গুলনকশা হলে বসছে ‘হোম ফেস্ট ঢাকা ২০১৬’।

উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের উদ্যোগে আগামী শুক্র ও শনিবার (২ ও ৩ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো এ ‘হোম ফেস্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই ফেস্টকে ঘিরে আয়োজন হয় মাসব্যাপী ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতা।

ভিন্নধর্মী এই আয়োজনে সুপরিচিত ব্র্যান্ডগুলোর পাশাপাশি সৃজনশীল তরুণ ইন্টেরিয়র ডিজাইনাররা তাদের শৈল্পিক ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অংশ নেবেন।  

বার্জার, আম্বার বোর্ডস, হাতিল, নল্টে, আকিজ, এসএসজি, ইস্কয়ার, টাপারওয়্যার এবং ইবিএল ছাড়াও দেশের অন্যান্য স্বনামধন্য হোম ব্র্যান্ড এই ফেস্ট আয়োজনে থাকছে। ফেস্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

ফেস্টের সামগ্রিক পরিকল্পনা নিয়ে বুধবার (৩০ নভেম্বর) বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গুলনকশা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এতে উপস্থিত ছিলেন উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম, উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের চেয়ারম্যান রশিদ খান, বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার মার্কেটিং একেএম সাদেক নাওয়াজ, হাতিলের প্রধান সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা ফিরোজ আল মামুন, আকিজের বিল্ডিং ম্যাটেরিয়ালসের অপারেশন পরিচালক মোর্শেদ আলম, এসএসজি’র প্রধান বিপণন কর্মকর্তা আফতাব মাহমুদ খুরশিদ, ইস্কয়ারের জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মঞ্জুরুল করিম, টাপারওয়্যারের হেড অব সেলস সোনিয়া শহীদ এবং ইবিএলের হেড অব অ্যাসেট প্রোডাক্ট সৈয়দ জুলকার নাইন।  

ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মধ্যে নির্বাচিত ১১ প্রতিযোগী হোম ফেস্টে তাদের স্বাপ্নিক ঘর ডিজাইনের বাস্তব প্রতিফলন ঘটাবেন।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।