ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫০ শয্যায় উন্নীত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
৫০ শয্যায় উন্নীত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

হবিগঞ্জ: ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের ৫০ শয্যা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস ছবুর মিয়া, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপদ রায়, ডা. বাবুল কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম মনি, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলা মহিলা আসনের এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল জনগণের জীবনমান এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। অনেক চেষ্টার পর বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা চালু হলো। কেননা বাহুবলের প্রায় তিন লাখ লোকের স্বাস্থ্যসেবায় এ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই প্রথম চা-বাগানের শ্রমিকদের জন্য সরকারিভাবে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চালু করেছি। শ্রমিকদের জন্য নিয়ে এসেছি অ্যাম্বুলেন্স। ফলে শ্রমিকরা স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।