ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বাল্যবিয়ে দেওয়ার দায়ে বাবার কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সৈয়দপুরে বাল্যবিয়ে দেওয়ার দায়ে বাবার কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে‍ দেওয়ায় বাবা নবিউল ইসলাম কালাকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে‍ দেওয়ায় বাবা নবিউল ইসলাম কালাকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আলোকদিপাড়া গ্রামের মুরগী ব্যবসায়ী নবিউল ইসলাম কালার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জের রাজমিস্ত্রী লুৎফর রহমানের বিয়ে ঠিক করা হয়।

বিয়ের আয়োজনের কথা জানতে পেরে মাদ্রাসা সুপার মাওলানা আফজাল বিন নাজির সৈয়দপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন। পরে ইউএনও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমানকে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন। ওই দিন গভীর রাতে নবিউল ইসলাম তার মেয়েকে তারাগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে দেন। এরপর থেকে নবিউল ইসলাম পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চিকলীবাজারে অভিযান চালিয়ে নবিউল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।