ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

‘আলোর বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ তম দক্ষিণ এশিয়া নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

খাগড়াছড়ি: ‘আলোর বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ তম দক্ষিণ এশিয়া নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক এ কর্মসূচি পালন করে।

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে খাগড়াছড়ির বিভিন্ন নারী সংগঠক, নারী অধিকার কর্মীসহ নারী নেত্রীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, লালসা চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।