ঝিনাইদহ: ঝিনাইদহে নকল স্বাস্থ্য সহায়ক উপকরণ তৈরির দায়ে সাইফুল ইসলাম নামে এক কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াহাটি গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। এসময় নকল সেনেটারি ন্যাপকিন, কটন ও বেল্ট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
লাইসেন্সবিহীন ও নোংরা পরিবেশের এসব কারখানায় নকল উপকরণ তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও সেখান থেকে বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিএসকে/আরএ