ঢাকা: রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছেন, মায়ানমারে যে গণহত্যা চলছে তা মেনে নেওয়া যায় না। এ অমানবিক নির্যাতন দেখে বিশ্বমানবতা হতবাক।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের উদ্যোগ বিষয়ক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
মোস্তফা মহসীন বলেন, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে মুসলিম রোহিঙ্গারা। তাদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে তা মেনে নেওয়া যায় না। রোহিঙ্গা নির্যাতন মানবিক বিপর্যয়ের সবোর্চ্চ সীমা অতিক্রম করেছে। আমরা এর সমাধান চাই। এ ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরএটি/আরআইএস/এমজেএফ