বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কের পাশের একটি খাল থেকে মানুষর খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বগুড়ার শেরপুর পৌরশহরে মহাসড়কের হাজীপুর এলাকার একটি খাল থেকে এ খণ্ডিত পা উদ্ধার করা হয়।
বিকেলে ময়নাতদন্তের জন্য অঙ্গটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়।
সন্ধ্যায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বাংলানিউজকে জানান, স্থানীয় লোকজন ওই খালের মধ্যে ব্যান্ডেজ, রক্তের ব্যাগসহ মানুষের খণ্ডিত অঙ্গটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই পা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো ব্যক্তির পায়ে পচন ধরেছিল। পরে কোনো ক্লিনিকে অপারেশন করে অঙ্গটি কেটে ফেলা হয়। তারপর সেটি এই খালে ফেলে দেওয়া হয়।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেবল সঠিক কারণ বলা সম্ভব জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/এইচএ/