নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দুই কন্যা হোসিয়ারি থেকে ২৪৪ প্যাকেট (৪৪ লিটার) ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির দু’টি মেশিন উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মাদক সেবন ও বিক্রির অপরাধে নন্দিপাড়ার আব্দুল কাদিরের ছেলে বাবুল (৪৪) ও বন্দর রাজবাড়ির লিয়াকতের ছেলে রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক হাওলাদার ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুব্রত কান্তি রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করে।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল হক হাওলাদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল ও রিফাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪৪ প্যাকেট (৪৪ লিটার) ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির দু’টি মেশিন উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে বিশেষ প্রক্রিয়ায় এরা ফেনসিডিল তৈরি করে বাজারজাত করে আসছিলো বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসআরএস/জেডএস