ঢাকা: বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক, খেলাঘর ও উদীচীর দীর্ঘদিনের সংগঠক মো. শাহজাহানকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রয়াত শাহজাহানের মরদেহে শেষ শ্রদ্ধা জানান খেলাঘরের সংগঠকরা।
মো. শাহজাহান আশির দশক থেকে খেলাঘর ও উদীচী ছাড়াও বুলবুল ললিতকলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী ও প্রশিক্ষক এবং সংগঠক যুক্ত ছিলেন। শিল্পী হিসেবেই নয়, অসাম্প্রদায়িক, সাম্যবাদী, মৌলবাদমুক্ত সমাজ গঠনের লড়াইয়ের একজন অগ্রসেনানী ছিলেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অকৃতদার মো. শাহজাহান।
তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এএসআর