ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি আবদুল্লাহকে জাতীয় পতাকা উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
এমপি আবদুল্লাহকে জাতীয় পতাকা উপহার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে জাতীয় পতাকা উপহার দিয়েছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে জাতীয় পতাকা উপহার দিয়েছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কমলনগর উপজেলা কমপ্লেক্সে মহান বিজয় দিবসের প্রস্তুতি দেখতে এলে স্থানীয় সংসদ সদস্যকে জাতীয় পতাকা উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের, ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শহিদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

লক্ষ্মীপুরের কমলনগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সঠিকভাবে, যথাযথ মাপের পতাকা উত্তোলনের জন্য উপজেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে খুঁটি ও পতাকা দেওয়া হবে। এ লক্ষে দর্জি বাড়িতে তৈরি হচ্ছে আড়াই হাজার নতুন পতাকা। ধুয়ে-মুছে, রঙ দিয়ে প্রস্তুত করা হচ্ছে বাঁশের খুঁটি।

বিজয় দিবসের প্রস্তুতি দেখতে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন কমলনগর উপজেলা কমপ্লেক্সে আসেন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।