সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে পাখি শিকারের দায়ে আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম এ দণ্ডাদেশ দেন।
এর আগে সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আতিয়ারের বাড়ি সদর উপজেলার রামকলা গ্রামে।
পুলিশ জানান, সকালে আতিয়ার খিয়ারজুম্মা গ্রামে ফাঁদ পেতে পাখি শিকার করছেন। এমন খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ছয়টি বক, ফাঁদ ও খাঁচাসহ তাকে আটক করে।
পরে দুপুরে আতিয়ারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও ৫শ’ টাকা জরিমানা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান বাংলানিউজকে জানান, আতিয়ারকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/আরএ