ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
সারিয়াকান্দিতে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবুল কাশেম (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবুল কাশেম (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম সারিয়াকান্দি পৌরসভার উত্তর হিন্দুকান্দি গ্রামের বাসিন্দা।
 
সারিয়াকান্দি পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাসেদ সরদার বাংলানিউজকে বিষয়টি জানান।

এলাকাবাসী জানায়, আবুল কাশেম সকালে সরকার বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ নদীতে ভেসে উঠে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।