লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর থেকে অপহরণ হওয়ার ২৯ দিন পর শিশু আবদুল্লাহকে (৪) চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ ডিসম্বের) দুপুরে চাঁদপুরের মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-লক্ষ্মীপুরের রায়পুরের ভূঁইয়ারহাট এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে রাজু হোসেন ইমন ও চাঁদপুরের মহামায়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদের স্ত্রী ফরিদা ইয়াসমীন।
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুরের নিজ বাড়ি থেকে শিশু আবদুল্লাহকে তার চাচাতো ভাই রাজু হোসেন ও স্থানীয় এক নারী ইউপি সদস্য অপহরণ করেন। পরে চাঁদপুরের মহামায়া এলাকার ফরিদা ইয়াসমীনের কাছে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় গত ৩ নভেম্বর রায়পুর থানায় জিডি করে অপহৃত শিশুর মা আমেনা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মহামায়া থেকে ফরিদা ইয়াসমীন নামে এক নারীর বাসা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় ফরিদা ইয়াসমিনসহ অপহৃত শিশুর চাচাতো ভাই রাজু হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরএ