ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাটকা বহনের দায়ে লঞ্চের ২ জনকে জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
জাটকা বহনের দায়ে লঞ্চের ২ জনকে জেল-জরিমানা

বরিশালে লঞ্চে জাটকা বহনের দায়ে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল: বরিশালে লঞ্চে জাটকা বহনের দায়ে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় লঞ্চের মাস্টার জহিরুল ইসলামকে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, সুপারভাইজার মো. নিজামউদ্দিনকে এক লাখ পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বের) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান এ দণ্ডাদেশ দেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যামত বাংলানিউজকে জানান, বরিশাল অঞ্চল থেকে ঢাকাগামী একটি লঞ্চে জাটকা পাচার হচ্ছে। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালায়। এ সময় দুই মণ জাটকাসহ লঞ্চের মাস্টার ও সুপারভাইজারকে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।