বরিশাল: বরিশালে লঞ্চে জাটকা বহনের দায়ে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় লঞ্চের মাস্টার জহিরুল ইসলামকে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বের) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান এ দণ্ডাদেশ দেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যামত বাংলানিউজকে জানান, বরিশাল অঞ্চল থেকে ঢাকাগামী একটি লঞ্চে জাটকা পাচার হচ্ছে। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালায়। এ সময় দুই মণ জাটকাসহ লঞ্চের মাস্টার ও সুপারভাইজারকে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিলে বিচারক এ দণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এমএস/এজি/পিসি