ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে সিডার যন্ত্রের সাহায্যে গম বীজ বপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
পীরগঞ্জে সিডার যন্ত্রের সাহায্যে গম বীজ বপণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক সিডার যন্ত্রের সাহায্যে গম বীজ বপণ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক সিডার যন্ত্রের সাহায্যে গম বীজ বপণ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পাওয়ারটিলার চালিত সিডার যন্ত্রের মাধ্যমে উপজেলার চাপড় গ্রামে কৃষক মনসুর আলীর জমিতে রবি মৌসুমে গম বীজ বপণ করা হয়।



মাঠ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জাহেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল লতিফ, অতিরিক্ত উপ-পরিচালক শফিকুল ইসলাম।

সভা শেষে ক্ষেতে কৃষকদের মধ্যে সিডার যন্ত্রের মাধ্যমে জমিতে চাষ, মই দেওয়া, গম বীজ বপণের বিভিন্ন কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন আমন্ত্রিত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

বৈজ্ঞানিক পদ্ধতিতে এই গম বীজ বপণ পদ্ধতি এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানান কৃষকরা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বের ০১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।