লালমনিরহাট: বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুখ বলেছেন, ‘দেশের সব জঙ্গি ধীরে-ধীরে ধরা পড়বে। এখন দেশের জঙ্গিরা ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করছে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম ফারুখ বলেন, বর্তমান সময়ে দেশে জঙ্গিবাদ সবচেয়ে বড় সমস্যা। আর সেই সমস্যা পুলিশ সাফল্যের সঙ্গে মোকাবেলা করছে।
এ সময় তিনি সমাজে সংঘটিত সব অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধ করার অঙ্গীকার নিয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, রংপুর বিভাগীয় পুলিশিং কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপ্টেন (অবসর) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।
পরে পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/টিআই