ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওমরাহ ও আইএমও অধিবেশনে যোগ দিতে নৌ-মন্ত্রীর ঢাকা ত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ওমরাহ ও আইএমও অধিবেশনে যোগ দিতে নৌ-মন্ত্রীর ঢাকা ত্যাগ

সৌদি আরবে ওমরাহ হজ পালন এবং লন্ডনে আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) ১১৭তম কাউন্সিল অধিবেশনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

ঢাকা: সৌদি আরবে ওমরাহ হজ পালন এবং লন্ডনে আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) ১১৭তম কাউন্সিল অধিবেশনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, পবিত্র ওমরাহ হজ পালন শেষে শনিবার (০৩ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন নৌ-মন্ত্রী। লন্ডনে অনুষ্ঠিতব্য আইএমও’র কাউন্সিল অধিবেশনে (০৪ থেকে ০৬ ডিসেম্বর) অংশ নেবেন তিনি।

নৌ-মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া, নৌ-পরিবহনমন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম এবং নৌ-পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার নাজমুল হক।
 
অধিবেশন শেষে বুধবার (০৭ ডিসেম্বর) নৌ-মন্ত্রী শাজাহান খানের দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
এসজে/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।