সিলেট থেকে: বাংলানিউজের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা তাহজিব হাসান বলেছেন, স্যোশাল মিডিয়ার মাধ্যমে এখন একটা নিউজ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে এর বিশেষ ব্যবহারে পারদর্শীও হতে হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলানিউজের ‘করেসপন্ডেন্টস মিট’-এ বক্তৃতা করছিলেন তিনি।
পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও রেডিও-টেলিভিশনে কাজের অভিজ্ঞতা সম্পন্ন তাহজীব হাসান মাল্টিমিডিয়া ব্যবহারের ওপর গুরত্ব দেন। তিনি বলেন, নিউজের একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমেও আমরা অনেক নিউজ পাই।
করেসপন্ডেন্টস মিটে বাংলানিউজের ৩২ জন জেলা ও উপজেলা করেসপন্ডেন্ট অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কান্ট্রি এডিটর শিমুল সুলতানা। ল’ এডিটর এরশাদুল আলম প্রিন্সের সঞ্চালনায় এ মিটে আরও বক্তব্য রাখেন সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।
** বাংলানিউজ মানে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে বাংলানিউজ
** সোশ্যাল মিডিয়ায় নিউজ খুব দ্রুত ছড়িয়ে পড়ে
** আমি নিজেও করেসপন্ডেন্ট ছিলাম
** সাংবাদিককে হতে হবে পেশাদারী মনোভাবের
** বাংলানিউজ মানে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে বাংলানিউজ
** ঢাকার বাইরে এ করেসপন্ডেন্টস মিট নজির হয়ে থাকবে
** বাংলানিউজের প্রতিটি করেসপন্ডেন্টকে হতে হবে উদাহরণ
** সিলেট অফিসে আরও এগিয়ে যাবে বাংলানিউজ
** বাংলানিউজের করেসপন্ডেন্টস মিট শুরু
** ‘অন্যরা জিজ্ঞেস করে, বাংলানিউজ এতো দ্রুত খবর কীভাবে দেয়?’
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এসএ/আরআইএস/এমজেএফ