ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সুস্থ থাকার প্রয়াসে নিয়মিত ব্যায়াম ও পরিমিত আহার’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভোরের সাথীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাও: ‘সুস্থ থাকার প্রয়াসে নিয়মিত ব্যায়াম ও পরিমিত আহার’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভোরের সাথীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল ৭টায় জেলা স্কুলের বড় মাঠে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।

ভোরের সাথী সংগঠনের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এ কার্যক্রমে সভাপত্বি করেন।

এসময় ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন বলেন, খুব শিগগিরই মাঠের চারপাশের দেয়াল ও মাঠের উন্নয়নের বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে।

জেলা স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন সাবু বলেন, মাঠের পরিবেশ ঠিক রাখতে ও মাঠ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বক্তব্য রাখেন-ফজলে ইমাম বুলবুল, আজিজুল হক টিটুল, মোশারফ হোসেন, মাসুদ আহম্মেদ সুবর্ণ প্রমুখ।

ভোরের সাথী সংগঠনের সদস্যদের সঙ্গে এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ভোরের সাথীর সদস্যরা মাঠের খানা খন্দক ভরাটের দাবিও জানায়।

বাংলাদেশে সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জিপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।