ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোপালগঞ্জ: হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জেলা শাখা এ কমর্সূচির আয়োজন করে।

এ উপলক্ষে কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ খ্রিস্টান লীগ, খ্রিস্টান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন অংশ নেন।
 
এ সময় বক্তব্য রাখেন- হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি বিজন রায়, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইসাক মধু ও তুষার গায়েন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।