ঢাকা: মায়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্রসেনা।
শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মায়ানমারে মানবতা আজ অস্থিত্বহীন। সেখানে রোহিঙ্গাদের ওপর অত্যাচার, হত্যা, নির্যাতন চালানো হচ্ছে। এ নির্যাতন বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
‘জাতিসংঘ, ওআইসি, সার্কসহ মুসলিম দেশগুলোর নেতারা রোহিঙ্গাদের পাশেদাঁড়াচ্ছেন না। ’
এ সময় মায়ানমারের গণতন্ত্রীপন্থি নেত্রী ও নোবেল জয়ী অং সান সূচির সমালোচনা করেন বক্তারা।
সমাবেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী,যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, মোশারফ হোসেন হেলালী, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ বক্ত্যব্য দেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনার সভাপতি এম মনির হোসাইন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এসকে/এমএ