ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরবঙ্গে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
উত্তরবঙ্গে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত ফাইল ফটো

সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) থেকে উত্তরবঙ্গে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রাজশাহী: সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) থেকে উত্তরবঙ্গে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের সঙ্গে আলোচনা শেষে এ ধর্মঘট স্থগিত করা হয়।

বৈঠক শেষে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান আকন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, ট্রাক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম, বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নানসহ ১১ জেলার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পরিষদের নেতরা তাদের সাত দফা দাবি তুলে ধরেন। এসব দাবি বিভাগীয় কমিশনার সমাধানের আশ্বাস দিলে এ ধর্মঘট স্থগিত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এসএস/জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।