বরিশাল: বরিশালে অনুমোদনহীন ওষুধ ও প্রসাধনী সামগ্রী নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে মো. মফিজ তালুকদার (৩৭) নামে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম এ সাজার নির্দেশ দেন।
মফিজ তালুকদার মুন্সিগঞ্জের সিরাজদিখান মধ্যপাড়া এলাকার আব্দুল হকের ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহবুব বাংলানিউজকে জানান, দুপুরে এক সংবাদের ভিত্তিতে নগরীর চকের পোল এলাকার আবাসিক হোটেল জিলানীর দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালানো হয়।
এ সময় ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ ও প্রসাধনীসহ মফিজ তালুকদারকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ওই রায় দেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এমএস/এজি/টিআই