ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে দেড় কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
বেনাপোলে দেড় কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (০২ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সোবহান গাজির ছেলে হবিবার রহমান হবি (৩৫) ও আহম্মেদ আলীর ছেলে শওকত আলী (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান বেনাপোলের সাদিপুর গ্রামের আকবারের বাড়িতে হেরোইনের একটি বড় চালান বেচাকেনা হচ্ছে। পরে তারা ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ হবি ও শওকতকে আটক করেন। আটক হেরোইনের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানায় পুলিশ।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হোসেন বাংলানিউজকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (০৩ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।