গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা ধান দ্বিতীয় দফায় কাটা শুরু করেছে মিল কর্তৃপক্ষ।
শনিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে রংপুর চিনিকল (রচিক) কর্তৃপক্ষ ধান কাটা মেশিন ও চিনিকলের শ্রমিক-কর্মচারীর স্বেচ্ছাশ্রমে ধান কাটা শুরু করেন।
এরআগে, উচ্চ আদালতের নির্দেশে গত ২৪ নভেম্বর প্রথম পর্যায়ে ধান কাটা শুরু করে চিনিকল কর্তৃপক্ষ। গত ২৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে প্রায় ৩০ একর জমির ধান কেটে দুই মণ ওজনের ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, উচ্চ আদালতের নির্দেশে সাঁওতালদের চাষ করা ধান কাটা শুরু হয়। কিন্তু সব জমির ধান না পাকায় কয়েকদিন ধান কাটা বন্ধ ছিল। ধান কাটার উপযোগী হওয়ায় দ্বিতীয় দফায় কাটা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
পিসি/