ঠাকুরগাঁও: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডারের আয়োজনে ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (০৩ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচী ঠাকুরগাঁও সংসদের সভাপতি সেতারা বেগম প্রমুখ।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তি ও মুক্ত নাটক, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি