ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৮৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
যশোরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৮৬

যশোরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৮৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

যশোর: যশোরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৮৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত থেকে শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার বাংলানিউজকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার ২৮৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

এসময় পাঁচটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, ১১টি হাতবোমা, বেনাপোল থেকে দেড় কেজি হেরোইন, ১৮৪ বোতল ফেনসিডিল, পাঁচ লিটার মদ, ৩৯৪ পিস ইয়াবা ও প্রায় তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
ইউজি/বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।