ঢাকা: রাজধানীর শেরে বাংলানগরে মা ও শিশু হাসপাতালে তিন চিকিৎসককে মারধর করেছেন স্থানীয় একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীরা।
শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে অফিসে আসেন হাসপাতালের চিকিৎসক আবু জাফর রনি ও ডা. আবু আরিফ। তাদের সঙ্গে ছিলেন হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. ফাইজা রহমানও।
পার্কিং প্লেসে মোটরসাইকেল রাখতে গেলে পাশের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী রতনের সঙ্গে আবু আরিফ ও জাফরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের ওপর হাত তুলেন রতন ও তার সহকর্মীরা।
ডা. ফাইজা রহমান বলেন, পরবর্তীতে হাসপাতালে ঢুকতে চাইলে উষা সিকিউরিটিজের নিরাপত্তারক্ষীরা আমাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বাংলানিউজকে বলেন, শুনেছি কিন্তু এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
আরএটি/এমএ/