রাজশাহী: সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থানান্তরের দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর।
শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলি লিকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নগর সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, আবদুর রাজ্জাক, নগর সদস্য আবদুল মতিন, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, মনিরুদ্দিন পান্না প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থানান্তর করে সুন্দরবন রক্ষার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এসএস/জিপি/এমজেএফ