ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়া মুক্ত দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
কোটালীপাড়া মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে।

গোপালগঞ্জ: নানা কর্মসূচির মধ্যদিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে ৭১-এর শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে বেলা ১১টায় কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে হেমায়েত বাহিনী  স্মৃতি যাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- কোটালীপাড়া উপজেলার ডেপুটি কমান্ডার মুজিবুল হক।

কোটালীপাড়া উপজেলার সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা জাবেদ আলী, আব্দুল আজিজ, শামছুল হক, ডা. দুলাল চন্দ্র বিশ্বাস, রঞ্জিত মধু, দুলাল চন্দ্র রায় প্রম‍ুখ।

অনুষ্ঠানে কোটালীপাড়াসহ মাদারীপুরের রাজৈর, বরিশালের আগৈলঝরা থেকে যুদ্ধকালীন হেমায়েত বাহিনীর সদস্যরা অংশ নেন। বিকেল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬

বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।