পুরান ঢাকার লালবাগের শহীদবাজার ২ নং গলিতে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্ত রবিন বাহিনীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাব্বি (১৮) নামের এক টেইলার্স কর্মী।
ঢাকা: পুরান ঢাকার লালবাগের শহীদবাজার ২ নং গলিতে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্ত রবিন বাহিনীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাব্বি (১৮) নামের এক টেইলার্স কর্মী।
নিহত রাব্বির পিতা আব্দুস সালাম জানান, তাদের বাড়ি শহীদবাজার ১ নং গলিতে।
যে টেইলার্সে কাজ করতো, রাতে সেই টেইলার্সে থাকতো রাব্বি। শনিবার ( ডিসেম্বর ০৩) দিবাগত রাত বারোটার দিকে বাড়ি টেইলার্সের উদ্দেশে বের হয়ে শহীদবাজারের ২ নং গলিতে পৌঁছালে সেখানে তাকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ী রবিন ও তার সাঙ্গপাঙ্গরা। ধারণা করা হচ্ছে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতেই এ হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনার পর এলাকাবাসী মাদক ব্যবসায়ী রবিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এজেডএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।