ঢাকা: ঢাকা মেডিকল কলেজ (ঢামেক) হাসপাতালের বহিঃবিভাগের পাবলিক টয়লেট থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি সোহেলকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
রোববার (০৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই কয়েদিকে তার নিজ বাড়ি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে কারা পুলিশ।
কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ানের নেতৃত্বে কারা পুলিশের একটি দল কেরানীগঞ্জের নুরেরচর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৩০ নভেম্বর (বুধবার) এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদফতর।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কমিটির অপর সদস্যরা হলেন- নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম ও কিশারগঞ্জ জেলা কারাগারের জেলার বাহারুল ইসলাম।
কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিএম/জিপি/বিএস